আপনার জিজ্ঞাসা
লোক দেখানো দান করা কি অহংকারের মধ্যে পড়ে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭০৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে মাহবুব আলম সেলিম জানতে চেয়েছেন, লোক দেখানো দান করা কি অহংকারের মধ্যে পড়ে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমরা জানি, দান-সদকা করা ভালো। আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে গরিবদের প্রকাশ্যে দান করার ব্যাপার দেখা যাচ্ছে। আমার প্রশ্ন হলো, এই লোক দেখানো দান করা কি অহংকারের মধ্যে পড়ে? সেই লোক সমাজে বড় সাজার জন্য দান করছে, এটা কি ঠিক?
উত্তর : আপনি কীভাবে বুঝলেন যে, ওই লোক মানুষকে দেখানোর জন্য দান করছে? হতেও তো পারে তিনি দেখিয়ে দান করছেন অপরকে অনুপ্রাণিত করার জন্য, যাতে অন্যরাও দান করার জন্য উৎসাহ পায়। দান দুভাবেই জায়েজ—গোপনে দেওয়া ও প্রকাশ্যে দেওয়া। আল্লাহ বলেছেন, তোমরা দান প্রকাশ্যে করো, সেটা উত্তম। কিন্তু গোপনে করলে সেটা কল্যাণকর। সুতরাং, দুটো ব্যাপারকেই আল্লাহ সাপোর্ট করেছেন। কিন্তু গোপনে দেওয়াটায় বেশি কল্যাণকর রয়েছে। সেই দানের উদ্দেশ্য হচ্ছে, অন্যকে অনুপ্রেরণা দেওয়া, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর যে দান গোপনে দেওয়া উত্তম, সেটা গোপনেই দেওয়া ভালো। যেমন—নিজের আত্মীয়কে আপনি কিছু দিচ্ছেন, সেটা গোপনে দেওয়াই ঠিক। আর দরিদ্র কাউকে দিচ্ছেন, সঙ্গে অন্যকেও উৎসাহ দিচ্ছেন, দানের জন্য সেটা প্রকাশ্যে দেওয়া উত্তম।