আপনার জিজ্ঞাসা
রমজান মাসে কি কবরের আজাব বন্ধ থাকে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ পঞ্চম পর্বে রমজান মাসে কবরের আজাব বন্ধ থাকে কি না, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন মিশু। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : রমজান মাসে মুসলিমদের কবরের আজাব কি বন্ধ থাকে?
উত্তর : রমজান মাসে কবর আজাব বন্ধ থাকবে, এ মর্মে রাসুল (সা.)-এর কোনো সহিহ হাদিসে পাওয়া যায় না। কবরের আজাবের মাসয়ালা নির্ভর করে আছে, মুসলমানদের মধ্যে যারা অপরাধী এবং কবরের আজাবের যে সব বিষয় রয়েছে, সেগুলো যারা করেছে, তাদের শাস্তি দেওয়া হয়ে থাকে। এটি সবার জন্য নয়।
তবে একটি হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রমজান মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয়। কবরের আজাবের সঙ্গে জাহান্নামের সম্পর্ক রয়েছে। যেহেতু জাহান্নাম থেকে কবরের আজাব হয়ে থাকে, সেক্ষেত্রে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় যে কবরের আজাব হয় না। তবে এ বিষয়ে রাসুল (সা.)-এর কোনো সহিহ হাদিসে পাওয়া যায়নি।