আপনার জিজ্ঞাসা
যারা পেছনে বদনাম করে, তাদের নিয়ে ইসলাম কী বলেছে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৪৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে সালমা জানতে চেয়েছেন, যারা পেছনে বদনাম করে, তাদের নিয়ে ইসলাম কী বলেছে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : যারা পেছনে বদনাম করে আর সামনে আন্তরিকতা দেখায়, তাদের নিয়ে ইসলামে কী বলা হয়েছে?
উত্তর : পেছনে বদনাম বলতে গিবত করা বা অপবাদ দেওয়াকে বোঝায়। দুটোই ইসলামে একেবারে হারাম। আবার যখন সামনে আসে, তখন আন্তরিকতা দেখায়, খুব প্রশংসা করে। এদের প্রথম পরিচয় হচ্ছে, এরা মুনাফিক। এদের অন্তরে মুনাফিকি রয়েছে। যাদের কথায় ও কাজে সাদৃশ্য নেই, তারা ভয়ংকর মুনাফিক। আল্লাহর কাছে এটা সবচেয়ে ঘৃণিত কাজ, অপছন্দনীয় কাজ। তিনি তিনটি পাপ কাজ করছেন। প্রথমত, তিনি গিবত করছেন, যেটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য অপরাধ। দ্বিতীয়ত, তিনি অন্যের উপর মিথ্যা আরোপ করছেন। এর মাধ্যমে সমাজে ও পরিবারে সমস্যা সৃষ্টি হবে। তৃতীয়ত, তার কাজের মাধ্যমে মানুষের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। এগুলো অপরাধ।