আপনার জিজ্ঞাসা
মৃত ব্যক্তির জন্য বিলাপ করলে কবরে আজাব হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৫০১তম পর্বে মৃত ব্যক্তির জন্য বিলাপ করলে কবরে আজাব হয় কি না, সে বিষয়ে মেইলে জানতে চেয়েছেন শারুখ হোসেন তন্ময়। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : মৃত ব্যক্তির জন্য বিলাপ করলে মৃত ব্যক্তির কবরে আজাব দেওয়া হয়, কিন্তু সে যদি অসিয়ত করে যায়, বিলাপ না করার জন্য, তাহলে কি হবে?
উত্তর : মৃত ব্যক্তি যদি অসিয়ত করে যায় যে তার জন্য কেউ বিলাপ করবে না, এরপর যদি কেউ বিলাপ করে, এর জন্য তাকে কোনো কবরের আজাব দেওয়া হবে না। রাসুল (সা.) বলেছেন যে, মৃত ব্যক্তিকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে, তার পরিবারের কান্নার কারণে। আলেমগণ এ হাদিসের ব্যাখ্যা দিয়েছেন যে, যদি তিনি তার জন্য কান্না করার ব্যাপারে অসিয়ত করেন বা অনুমোদন দিয়ে যান, তাহলে এর জন্য শাস্তি পাবে। কারণ, তখনকার সময়ে এটি প্রচলন ছিল, তারা বলত যে আমি মারা গেলে বিলাপ শিল্পীকে ভাড়া করে আমার জন্য বিলাপ করাবে। এ জন্য আল্লাহর রাসুল (সা.) এই ধরনের কথা বলেছেন। কিন্তু যে সমাজে এমন কোনো প্রচলন নেই আর কান্নার সঙ্গে বিলাপের কোনো সম্পর্ক নেই বা অনিচ্ছাকৃতভাবে যে কান্না এসে গিয়েছে, এটা এই হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত নয়। যে কান্না মূলত সমাজের মধ্যে প্রচলিত ছিল, সে কান্নার সঙ্গে মৃত ব্যক্তির যদি কোনো সম্পর্ক থাকে, তাহলে তিনি কবরে শাস্তিপ্রাপ্ত হবেন। কিন্তু যদি মৃত ব্যক্তি তাঁর মৃত্যুর সময় স্পষ্ট করে বলে যান বা আগেই বলে যান যে, আমার মৃত্যুর পরে কেউ কান্নাকাটি করবে না, এরপর তার মৃত্যুর পরে যদি কেউ কান্নাকাটি করে থাকেন, এ জন্য অবশ্যই তিনি শাস্তিপ্রাপ্ত হবেন না।