আপনার জিজ্ঞাসা
মৃত ব্যক্তিকে গোসল করানোর নিয়ম কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম।
আপনার জিজ্ঞাসার ৬৫১তম পর্বে মৃত ব্যক্তিকে গোসল করানোর নিয়ম কী, সে বিষয়ে চট্টগ্রাম থেকে টেলিফোনে জানতে চেয়েছেন ইউসুফ। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : মৃত ব্যক্তিকে গোসল করানোর নিয়ম কী?
উত্তর : আমাদের জীবিতদের মতো মুর্দাকে গোসল দেওয়া সম্ভব নয়। মৃত ব্যক্তির নাকে পানি দেওয়ার প্রয়োজন নেই। তার সারা শরীর যতটুকু সম্ভব পানি দিয়ে ধুয়ে দিতে হবে। মাথা থেকে পা পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন করে দিতে হবে। নাকে পানি দেওয়া বা কুলি করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। কেউ কেউ বলেছেন, পেটের উপর হালকাভাবে হাত দিয়ে চাপ দিতে হবে যেন কোনো ময়লা থাকলে পরিষ্কার হয়ে যায়।