আপনার জিজ্ঞাসা
মা-বাবা রাগের মাথায় অভিশাপ দিলে লাগবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৭০১ পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, বাবা-মা রাগের মাথায় অভিশাপ দিলে লাগবে কি না? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বাবা-মা রাগের মাথায় অভিশাপ দিলে লাগবে কি?
উত্তর : একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। রাগের মাথায় বাবা-মা অভিশাপ দিলে লাগবে কি না? অবশ্যই সে অভিশাপ লেগে যেতে পারে। বাবা-মায়ের সঙ্গে কোনোভাবেই খারাপ কিছু করা যাবে না। কখনোই তাঁদের রাগানো যাবে না। বাবা-মায়ের অভিশাপ হলো আগুনের মতো। বাবা-মায়ের অভিশাপ লেগে যেতে পারে। বাবা-মা রাগ হবেন, এমন কাজ করা যাবে না। এসব কাজ করবেন না কেউ। এ দিকটি নিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। কিছুতেই বাবা-মায়ের বিপক্ষে যাবেন না। এটা নিয়ে সবার সচেতন হওয়া উচিত।