আপনার জিজ্ঞাসা
মা-বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে কীভাবে ক্ষমা চাইব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৬৫তম পর্বে মা-বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে কীভাবে ক্ষমা চাইব, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : অনেক সময় মা-বাবার সঙ্গে খারাপ ব্যবহার হয়ে যায়। পরে আবার সেটা ঠিকও হয়ে যায়। তাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে ক্ষমা নেওয়াটা জরুরি। তুমি আমাদের ক্ষমা করে দাও, এভাবে কি বলতে হবে? না সবকিছু ঠিক হয়ে গেলে এমনিই ক্ষমা হিসেবে গণ্য হয়ে যাবে?
উত্তর : মা-বাবার সঙ্গে সন্তানের খারাপ ব্যবহার হয়ে যায়, এ থেকে বোঝা যাচ্ছে যে এটি সন্তানের জন্য বড় ক্ষতির দিক। এবং এ সন্তান সত্যিকারের নেক সন্তান হতে পারেনি। এ সন্তানের জন্য ওয়াজিব হচ্ছে, সঙ্গে সঙ্গে ওই মা-বাবার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। অন্যথায় এ অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় এজন্য মা-বাবার অবাধ্য সন্তান হিসেবে সে জাহান্নামে যাবে।
ক্ষমা চাওয়ার বিষয়ে আপনি মনে করেছেন যে তাঁরা ভুলে গেছেন—এই জন্য ক্ষমা হয়ে গেছে। না এমন নয়, তাদের কাছ থেকে সরাসরি ক্ষমা চেয়ে নিতে হবে। এখানে আল্লাহতায়ালা একদমই স্পেস দেননি বা সামান্যতম কোনো সুযোগ দেননি। কোরআনের ভেতর আল্লাহতায়ালার হকের পরই মা-বাবার হকের কথা উল্লেখ করেছেন। রাসুল (সা.) বড় কবিরা গুনাহের কথা যখন উল্লেখ করেছেন, তখন আল্লাহর শিরকের পর মা-বাবার অবাধ্য হওয়াকেই বলেছেন। সুতরাং এটি জঘণ্যতম করিবা গুনাহ।