আপনার জিজ্ঞাসা
মাগরিব বা এশার পর সুরা মুলক পড়তে হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬১৭তম পর্বে মাগরিব বা এশার নামাজের পর সুরা মুলক পড়ার বিষয়ে টেলিফোনে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : নামাজের পরে যে সুরা মুলক পড়তে হয়, সেটা কি মাগরিব বা এশার পরে, নাকি যেকোনো সময় পড়তে হবে?
উত্তর : আপনি রাতের যেকোনো সময় পড়তে পারেন। এর জন্য এমন শর্ত নয় যে এশা বা মাগরিবের পরেই পড়তে হবে। মাগরিবের পর থেকে রাতে ঘুমানোর সময় পর্যন্ত আপনি যদি যেকোনো সময় সুরা মুলক পড়েন, তাহলে সুরা মুলক তিলাওয়াতের যে ফজিলতের কথা রাসুল (সা.) বলেছেন, সে ফজিলত আপনি লাভ করতে পারবেন।
রাসুল (সা.) বলেছেন, সুরা মুলক কেয়ামতের দিন তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। যিনি নিয়মিত সুরা মুলক শোয়ার আগে তিলাওয়াত করবেন, তাঁর জন্য এটি সুপারিশ করবে।