আপনার জিজ্ঞাসা
ব্যাংক থেকে সুদে টাকা নিয়ে বাড়ি করা কি হারাম?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৯০তম পর্বে ই-মেইলের মাধ্যমে কানাডা থেকে একজন জানতে চেয়েছেন, ব্যাংক থেকে সুদ নিয়ে বাড়ি করা যাবে কি না? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ব্যাংক থেকে সুদে টাকা নিয়ে বাড়ি বা ব্যবসা করা কি হারাম?
উত্তর : সুদে টাকা নেওয়া হারাম। এটি নেওয়ার প্রশ্নই আসে না। সুদ ইসলামে হারাম। সুদের সঙ্গে যুক্ত সব কাজই হারাম। রাসুল (সা.) বলেছেন, এসব অভিশপ্ত কাজ। সুদ দেওয়া, সুদ নেওয়া কিংবা সুদের সাক্ষী হওয়া বা এর সঙ্গে সংশ্লিষ্ট সকল কিছুকেই আল্লাহর রাসুল হারাম বলেছেন। সুতরাং ব্যাংক থেকে সুদ নেওয়ার প্রশ্নই আসে না। জানি না এই প্রশ্ন মুসলিমেরা আর কতদিন করবেন। ইসলাম আজ থেকে সাড়ে ১৪০০ বছর আগে সুদকে প্রকাশ্যে হারাম ঘোষণা করেছে। মক্কায় এই কাজ হারামের ঘোষণা দেওয়া হয়। তখন থেকেই সুদের সঙ্গে যুক্ত সবকিছুই হারাম ঘোষণা করা হয়। এটি পুরোপুরি হারাম কাজ।