আপনার জিজ্ঞাসা
বেনামাজি ফকিরকে কি ভিক্ষা দেওয়া যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৪১৯তম পর্বে বেনামাজি ফকিরকে ভিক্ষা দেওয়া যাবে কি না, সে বিষয়ে কাতার থেকে মেইলে জানতে চেয়েছেন আমিনুল ইসলাম। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : বেনামাজি ফকিরকে কি ভিক্ষা দেওয়া যাবে? আমি জানি যে সে আমার টাকা দিয়ে বিড়ি খাবে। তারপরও কি আমি তাকে ভিক্ষা দেব?
উত্তর : বেনামাজি ব্যক্তিকে সদকা বা দান খয়রাত করা ইসলামী শরিয়ত মতে বৈধ নয়। কিন্তু যদি এমন অবস্থা হয় যে, সে মানবিকভাবে ক্ষতিগ্রস্ত, ক্ষুধার্ত, অসুস্থ, তাহলে আপনি তাকে সহযোগিতা করতে পারবেন। আপনি সে বিষয়টি উল্লেখ করেছেন, একদিকে বেনামাজি, আরেক দিকে আপনি মনে করতেছেন যে, এ টাকা দিয়ে সে বিড়ি খাবে বা গাঁজা খাবে, তাহলে এ ক্ষেত্রে তাকে সদকা করারও জায়েজ নেই। জেনে বুঝে আপনি এই সদকা করতে পারবেন না।
কিন্তু কোনো কারণে দিয়ে দিয়েছেন, তারপর দেখলেন ওই টাকা দিয়ে ভিক্ষুক বিড়ি কিনে খাচ্ছে, এতে আপনার সওয়াব হবে, কিন্তু তাকে এর জন্য জবাবদিহি করতে হবে।
আরেকটি মাসয়ালা হলো, লোকটি নামাজি নাকি বেনামাজি আপনি সেটা জানেন না, আপনার সন্দেহ তৈরি হয়, তাহলে আপনি ওই লোকটিকে সদকা করতে পারবেন। যদি আপনি নিশ্চিত হন যে, লোকটি বেনামাজি তাহলে আপনি দান সদকা থেকে দূরে থাকতে পাবেন। কিন্তু যদি লোকটির অবস্থা মানবেতর, সে ক্ষেত্রে তাকে দান করা উত্তম। দান সদকার ব্যাপারে কাউকে সন্দেহ না করাই উত্তম।