আপনার জিজ্ঞাসা
বিয়ে না করলে কি গুনাহ হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৩৯৯তম পর্বে বিয়ে না করলে গুনাহ হবে কি না, সে বিষয়ে মৌলভীবাজার থেকে মেইলে জানতে চেয়েছেন আসাদুর রহমান। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : বিয়ে করা ফরজ না সুন্নাহ? বিয়ে না করলে কি গুনাহ হবে?
উত্তর : কিছু কিছু বিষয় ব্যক্তির অবস্থার সঙ্গে জড়িত। সুতরাং, কখনো কখনো সেটা সুন্নাহ, ওয়াজিব, নফল, মাখরূহ বা হারাম হবে। ওয়াজিব হবে ওই ব্যক্তির ওপর যে ব্যক্তির শারীরিক ও আর্থিক সামর্থ্য আছে এবং সে বিয়ে না করলে তার ফেতনা বা ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় বিয়ে করা তার ওপর ফরজ বা ওয়াজিব।
আর ওই ব্যক্তির জন্য এটি ইবাদত বা সুন্নাহ হতে পারে, যার শারীরিক ও আর্থিক সামর্থ্য আছে কিন্তু তার অবস্থা এমন যে বিয়ে না করলে তার এমন আশঙ্কা নেই যে তিনি কোনো ফেতনা বা হারাম কাজে লিপ্ত হবেন। এ ধরনের ব্যক্তির জন্য বিয়ে করা মুস্তাহাব বা সুন্নাহ। এ ক্ষেত্রে রাসুল (সা.) বিয়ে করার জন্য উৎসাহিত করেছেন।
বাকি বিধানগুলো প্রযোজ্য হবে ওই ব্যক্তির ওপর যাদের আর্থিক ও শারীরিক সামর্থ্য নেই অথবা আর্থিক সামর্থ্য নেই কিন্তু শারীরিক সামর্থ্য আছে। নবী করিম (সা.) বিয়ের জন্য উদ্বুদ্ধ করেছেন। নবী (সা.)-এর সুন্নাহ বলতে এখানে আমরা যে পারিভাষিকভাবে সুন্নাহ বুঝে থাকি সেই সুন্নাহ বোঝানো উদ্দেশ্য নয়। বরং, এটা নবী (সা.)-এর একটা রীতি। যে রীতি নবী করিম (সা.) অনুসরণ করেছেন এবং সাহাবায়েকেরামদের দিক নির্দেশনা দিয়েছেন সে রীতি হচ্ছে বিয়ে করা। বিয়ে করার জন্য ইসলামী শরিয়তের মধ্যে উৎসাহিত করা হয়েছে।