আপনার জিজ্ঞাসা
বিয়ের আগে প্রপোজ ডে পালন কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৯৯তম পর্বে মেইলের মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানতে চেয়েছেন, বিয়ের আগে প্রপোজ ডে, রোজ ডে এসব কি জায়েজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমাদের এখনকার জীবনে যা চলছে, তা থেকে বেঁচে থাকা কঠিন। বিয়ের আগে প্রপোজ ডে, রোজ ডে, হাগ ডে বিয়ের পর থালা দে, গ্লাস দে, কাপড় দে শেষে একটু বাঁচতে দে, এগুলো কি ইসলামসম্মত? সবমিলিয়ে সংসার জীবন কঠিন হয়ে গেছে। এখন আমার কী করণীয়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম কথা হচ্ছে, বিয়ের যে বরকত, সে বরকতটুকু আপনি পাননি। তার কারণ হচ্ছে, যে বিয়েতে আড়ম্বর বেশি, সে বিয়েতে বরকত কম। যে বিয়েতে এসব ডে’র কথা যে বললেন–রোজ ডে, প্রপোজ ডে, এসব আড়ম্বর থাকে, সেসব বিয়েতে বরকত থাকে না। বিয়ের শুরুতেই তো এখানে সমস্যা। এটাতে কোনো সুন্নাহই অনুসরণ করা হয়নি। বিয়েতে খেয়াল রাখতে হবে যে, আপনি যে স্ত্রীকে পছন্দ করেছেন, তার ভিত্তি কি দ্বীনের ওপর ছিল, নাকি এসব রোজ ডে, প্রপোজ ডে’তে ছিল। যদি সেসব ডে’তে থাকে তাহলে তো বরকত আগেই উঠে গেছে। আল্লাহর রাসুল (সা.) বলেছেন, যার কাছে তাকওয়া আছে, যে দ্বীনের পথে আছে, তাকে বিয়ে করলে তোমার জীবন বরকতময় হবে। তাই বলব, আপনি আপনার স্ত্রীকে বোঝান যে, আমরা আল্লাহর বান্দা। আল্লাহর বিধান মেনেই আমরা চলব। আপনি বলবেন, আমরা আল্লাহর বিধানে আসতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে। দ্বিতীয়ত, এতদিন যা যা করেছেন, এসব ধীরে ধীরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। চেষ্টা করলে আল্লাহও সহায় হবেন।