আপনার জিজ্ঞাসা
বিতরের সালাতে দোয়া কুনুত ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৪৯তম পর্বে বিতরের সালাতে দোয়া কুনুত ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব, সে বিষয়ে গাইবান্ধা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন শরিফুল ইসলাম। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : বিতরের সালাতে দোয়া কুনুত ওয়াজিব, সুন্নত নাকি মুস্তাহাব?
উত্তর : বিতরের সালাতে দোয়া কুনুত সুন্নাহ। যদি কেউ কোনো কারণে দোয়া কুনুত পড়তে ভুলে যান, তাহলে তাঁর সালাত হয়ে যাবে। একদল ওলামায়ে কেরাম এটাকে ওয়াজিব বলেছেন। তবে সুস্পষ্ট কোনো দলিল ওয়াজিবের পক্ষে সাব্যস্ত হয়নি। নবী করিম (সা.)-এর যে প্রক্রিয়ায় ওয়াজিব সাব্যস্ত হয়ে থাকে, সে প্রক্রিয়ায় হাদিসটি আসেনি। তবে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, নবী করিম (সা.) সাহাবা কেরামদের দোয়া কুনুত শিক্ষা দিয়েছেন।