আপনার জিজ্ঞাসা
বাধ্য হয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলে কি গুনাহ হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৭৮তম পর্বে ই-মেইলের মাধ্যমে মনিরুল ইসলাম জানতে চেয়েছেন, বাধ্য হয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলে কি গুনাহ হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমার অফিসের ওয়াশরুমের কমোড বসার উপযোগী থাকে না। আমার প্রশ্ন হলো—বাধ্য হয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলে কি গুনাহ হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দাঁড়িয়ে প্রস্রাব করার প্রয়োজন হতে পারে যেখানে কমোড নেই, যেখানে বসার কোনো সুযোগ নেই সেখানে। যদি বসার সুযোগ থাকে, কমোড থাকে, তাহলে বসে করাটাই উত্তম। সুযোগ থাকলে বসে করাটাই হলো বিধান। কারণ রাসুল (সা.) দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন। সুতরাং ইচ্ছকৃত কেউ এটা করলে তিনি গুনাহগার হবেন। তবে, ওজর থাকলে করতে পারবেন। যেমন—একেবারে বাধ্য হয়ে কিংবা বসার কোনো জায়গা না পেলে একদম নিরুপায় হলে দাঁড়িয়ে করতে পারেন। তবে, বসেই করার চেষ্টা করা উচিত। খুব বাধ্য না হলে দাঁড়িয়ে প্রস্রাব করা উচিত নয়।