আপনার জিজ্ঞাসা
বাচ্চাকে একবার বুকের দুধ পান করালে কি দুধ-মা হয়ে যায়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৫০১তম পর্বে বাচ্চাকে একবার বুকের দুধ পান করালে দুধ-মা হয়ে যায় কি না, সে বিষয়ে মেইলে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : বাচ্চাকে একবার বুকের দুধ পান করালে কি দুধ-মা হয়ে যায়?
উত্তর : একবার, দুবার কিংবা তিনবার যদি কেউ বুকের দুধ পান করিয়ে থাকেন, তাহলে তিনি দুধ-মা হবেন না। সহিহ বুখারির মধ্যে এসেছে, রাসুল (সা.) বলেছেন যে কমপক্ষে পাঁচবার হতে হবে এবং এই পাঁচবারের প্রত্যেকবার দুধ পান করতে হবে। তবেই দুধ-মা সাব্যস্ত হবে। শুধু কোলে নিয়েছে, দুধ পান করেছে কি করে নাই, এ অবস্থায় দুধ-মা সাব্যস্ত হবে না।