আপনার জিজ্ঞাসা
ফ্রেঞ্চ কাট দাড়ি রাখা কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬১৭তম পর্বে ফ্রেঞ্চ কাট দাড়ি রাখা জায়েজ কি না, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন দেওয়ান। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : আধুনিক যুগে গোঁফসহ থুতনিতে কিছু দাড়ি রাখে যাকে ফ্রেঞ্চ কাট বলে, এটা কি জায়েজ আছে? আর দাড়ি কি ক্লিন শেভ করা যাবে?
উত্তর : ফ্রেঞ্চ কাট এক ধরনের প্রদর্শন। এর মাধ্যমে দাড়ি রাখা হবে না। এটা শুধু প্রদর্শন নয় বরং এটা অন্ধ অনুসরণ। এর মধ্যে ফজিলত বা মর্যাদার কিছুই নেই। বরং, অনুসরণের জন্য এতে একটা অন্ধত্ব বা গোলামি রয়েছে। এতে সুন্নাহ আদায় হবে না। এর মাধ্যমে নিজের মধ্যে গোলামির চিহ্ণ প্রকাশ পায়। এ কাজগুলো যখন মানুষ করে তখন তারা প্রবৃত্তির অনুসারী হয়। আর প্রবৃত্তির অনুসরণ করা সবচেয়ে নিকৃষ্টতম কাজগুলোর একটি। দাড়ি ক্লিন শেভ করা ইসলামি শরিয়তের মধ্যে হারাম।