আপনার জিজ্ঞাসা
ফজরের নামাজ কাজা হলে কখন পড়ব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম শায়খ আহমাদুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৭০৩তম পর্বে টেলিফোনের মাধ্যমে ঢাকা থেকে ইব্রাহিম নামের একজন জানতে চেয়েছেন, ফজরের নামাজ কাজা হলে সেটা কখন পড়ব? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ফজরের নামাজ কাজা হলে সেটা কখন পড়ব?
উত্তর : ফজরের নামাজ যদি সময়মতো না পড়তে পারেন তাহলে তো সূর্য উদয়ের পরেই আদায় করবেন। তবে সূর্য যখন উঠতেছে, মানে ওঠার সময়টায় নামাজ পড়া নিষেধ। এই জন্য সূর্য ওঠার কমপক্ষে ১০ মিনিট পর কাজা সালাত আদায় করবেন। সূর্য ওঠার পর থেকে যোহরের আগ পর্যন্ত যেকোনো সময় ফজরের সালাতের কাজা পড়ে নিতে পারেন। তবে সূর্য ওঠার পর যত দ্রুত পারেন পড়ে নিবেন। যত দ্রুত নামাজ পড়া যায় ততই ভালো। ধন্যবাদ আপনাকে।