প্রভিডেন্ট ফান্ডের টাকা গ্রহণ করা কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭০৫ তম পর্বে ই-মেইলের মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানতে চেয়েছেন, প্রভিডেন্ট ফান্ডের টাকা গ্রহণ করা জায়েজ কি না? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বেতনের একটা অংশ প্রভিডেন্ট ফান্ডে জমা হয়, একই পরিমাণ টাকা প্রতিষ্ঠান দেয় প্রতি মাসে। এটা জায়েজ কি? এ ছাড়া বছর শেষে এই টাকার ওপর একটা সুদ আসে। ওই সুদের টাকা দিয়ে কোনো আত্মীয়কে অলংকার বানিয়ে দেওয়া যাবে বা এতিমকে দেওয়া যাবে?
উত্তর : ওই সুদের টাকা দিয়ে আপনি কোনো আত্মীয়কে অলংকার তৈরি করে দিতে পারবেন না। মাদ্রাসার এতিমদেরও দিতে পারবেন না। আপনি এই টাকা দিয়ে জনকল্যাণমূলক সামাজিক কাজ করে দিতে পারেন। আর প্রথম প্রশ্নের উত্তর হলো—কোম্পানি থেকে আপনাকে প্রভিডেন্ট ফান্ডে যে টাকা দেয়, সেটা আপনার জন্য গ্রহণ করা জায়েজ। কারণ, এটা কোম্পানি দিচ্ছে। এখানে কোনো সুদের চুক্তি নেই। বেতনের যে অংশ কাটা হয়, সেই টাকার সঙ্গে কোম্পানি যে অর্থ দেয়, সেটা আপনি গ্রহণ করতে পারবেন। সুদের কোনো চুক্তি না থাকলে অবশ্যই ওই টাকা নিতে পারবেন। কিন্তু, ওই টাকার ওপর বছর শেষে যে সুদ আসে, সেটা গ্রহণ করা জায়েজ নেই।