আপনার জিজ্ঞাসা
প্রতিরাতে সুরা ওয়াকিয়াহ পড়া কতটুকু শরিয়তসম্মত?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬২৬তম পর্বে প্রতিরাতে সুরা ওয়াকিয়াহ পড়া শরিয়তসম্মত কি না, সে বিষয়ে রাজশাহী থেকে টেলিফোনে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : প্রতিরাতে সুরা ওয়াকিয়াহ পড়া কতটুকু শরিয়তসম্মত?
উত্তর : প্রতিরাতে সুরা ওয়াকিয়াহ পড়ার ব্যাপারে রাসুল (সা.)-এর একটি হাদিস বর্ণনা করা হয়ে থাকে। এই হাদিসটি সনদের দিক থেকে দুর্বল। সুতরাং, কেউ যদি মনে করেন এই দুর্বল হাদিসটি আমল করবেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। যেহেতু হাদিসটি সনদের দিক থেকে দুর্বল সেহেতু উত্তম হচ্ছে এটা প্রতিরাতের জন্য নির্দিষ্ট না করা এবং এর ফজিলতের দিক থেকে রাসুল (সা.) কে সম্পৃক্ত না করা। কিন্তু কোরআনের সুরা হিসেবে যদি কেউ পড়ে তাহলে অবশ্যই তিনি সওয়াব পাবেন।
আপনি দুটি জিনিস করতে পারবেন না। একটি হলো, এটাকে নিয়মিত করতে পারবেন না। যেহেতু হাদিসটি সনদের দিক থেকে সাব্যস্ত হয়নি। দ্বিতীয়ত হলো, এর ফজিলতের ব্যাপারে যে হাদিসটি নবী (সা.)-এর কাছ থেকে উল্লেখ করা হয়ে থাকে যে, যদি কেউ প্রতিরাতে সুরা ওয়াকিয়াহ তিলাওয়াত করে থাকে তাহলে আল্লাহ তার রিজিকের বন্দোবস্ত করেন, দায়িত্ব গ্রহণ করেন। এটা রাসুল (সা.)-এর নামে চালিয়ে দেওয়া যাবে না।