আপনার জিজ্ঞাসা
পেটের অসুখে মারা গেলে কবরে শাস্তি হবে কি না?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৪১৬তম পর্বে পেটের অসুখে মারা গেলে কবরে শাস্তি হবে না, এই বক্তব্য সঠিক কি না, সে বিষয়ে ঢাকা থেকে মেইলে জানতে চেয়েছেন রাকিবুর হাসান। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : যারা পেটের অসুখে মারা যায় তাদের কবরে শাস্তি হবে না, এই হাদিসটি কি সঠিক?
উত্তর : আপনি যে হাদিস উল্লেখ করেছেন, এমন হাদিস রাসুল (সা.)-এর কাছে থেকে কোনো সনদে আসেনি। রাসুল (সা.) যখন শহীদদের পরিচয় করে দিচ্ছিলেন তখন এর মধ্যে রাসুল (সা.) ওই ব্যক্তির কথা উল্লেখ করেছেন, ‘যে ব্যক্তি পেটের পীড়ায় (অসুখে) মারা যাবেন সে শাহাদতের মর্যাদা পাবেন।’ কিন্তু আমরা জানি প্রত্যেকটি ফজিলতের জন্য শর্ত হলো, অবশ্যই তাকে ইমান এবং তাওহিদে বিশ্বাসী হতে হবে। তাওহিদকে বাস্তবায়ন করেছে এমন বিষয় হতে হবে এবং ইমান বিনষ্টকারী কোনো কাজে লিপ্ত হতে পারবে না।