আপনার জিজ্ঞাসা
পরিবারের অমতে মেয়েরা বিয়ে করলে কি বৈধ হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৭০১ পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, পরিবারের অমতে মেয়েরা বিয়ে করলে কি বৈধ হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মেয়ে পরিবারের মত ছাড়া বিয়ে করেছে। বিয়ের অনেক পরে কান্নাকাটির পর পরিবার মেনে নিয়েছে। তার দুটি বাচ্চাও আছে। আমার প্রশ্ন হলো, পরিবারের অমতে মেয়েরা বিয়ে করলে কি বৈধ হবে?
উত্তর : যদি অভিভাবক পরে মেনে নেয়, তাহলে সে বিয়ে বৈধ হয়ে যাবে। বিয়েতে অবশ্যই মেয়ের অভিভাবকের অনুমোদন প্রয়োজন হয়। পরবর্তীকালে যদি অভিভাবক মানে, তাহলে বিয়ে বৈধ হয়েছে। তবে, অভিভাবকের অমতের কারণে প্রথমে যে বিয়েটা হয়েছে, সেটা অবৈধ ছিল। এটা নিয়ে সন্দেহ নেই। পরে অভিভাবক অনুমোদন দেওয়ার পর বিয়ে বৈধ হয়েছে। এসব নিয়ে আসলে আমাদের ভাবা উচিত। কারণ, যে পরিবার আমাদের বড় করল, লালন-পালন করল, তাদের মত না নিয়েই আমরা বিয়ে করে ফেললাম। এমন বিয়েতে নানারকম সমস্যার মুখোমুখি হতে হয়। এমনকি এমন বিয়ে অনেক সময় টেকে না। তাই এসব নিয়ে সচেতন হওয়া উচিত আমাদের।