আপনার জিজ্ঞাসা
পরিপূর্ণ নামাজ কাকে বলে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম শাইখ আহমাদুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৫৭তম পর্বে পরিপূর্ণ নামাজ কাকে বলে, সে বিষয়ে টেলিফোনে জানতে চেয়েছেন আহসানুজ্জামান মিন্টু। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : একটি পরিপূর্ণ নামাজ কাকে বলে? যে নামাজে আল্লাহ ১০০ ভাগ পর্যন্ত সওয়াব দিবেন? কীভাবে নামাজ পড়লে আমি ১০০ ভাগ সওয়াব পাব?
উত্তর : পূর্ণাঙ্গ নামাজের বিষয়টি অনেক ব্যাপক। আমরা সংক্ষেপে বলতে পারি যে, সালাতের যে ফরজ এবং ওয়াজিব আছে, এগুলোকে ধীরস্থিরতার সঙ্গে আদায় করবেন। মনোসংযোগ যেন থাকে সেদিকে খেয়াল করবেন। আর সুন্নাহ, মোস্তাহাবগুলো পরিপূর্ণরূপে মেনে আপনি পড়ার চেষ্টা করবেন। এটাই হলো পূর্ণাঙ্গ সালাত।