আপনার জিজ্ঞাসা
না জেনে বেদাত করলে কি গুনাহ হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৬০তম পর্বে না জেনে বেদাত করলে গুনাহ হবে কি না, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন মিশু। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : না জেনে বেদাত করলে কি গুনাহ লেখা হয়?
উত্তর : বেদাত সম্পর্কে যদি তার জ্ঞান না থাকে, এই কাজটি বেদাত, এই সম্পর্কে যদি তার জ্ঞান না থাকে, তাহলে তিনি গুনাহগার হবেন না। কিন্তু তিনি জানেন কাজটি বেদাত এবং বেদাতের হুকুম সম্পর্কে জানেন, কাজটি ভুলবশত তিনি করে ফেলেছেন, তাহলে তিনি গুনাহগার হবেন। আর এর জন্য আল্লাহর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করবেন।