আপনার জিজ্ঞাসা
নারীরা কীভাবে কোরআন তিলাওয়াত করবেন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৬২০তম পর্বে নারীরা কীভাবে কোরআন তিলাওয়াত করবেন, সে বিষয়ে পাবনা থেকে ই-মেইলে জানতে চেয়েছেন বিলকিস বেগম। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : কোনো নারী যদি শব্দ না করে মনে মনে কোরআন শরিফ তিলাওয়াত করেন, অর্থ ও ব্যাখ্যা করেন, তাতে শরীয়তের কোনো নিষেধ আছে কি না বা সওয়াব কম হবে কি না?
উত্তর : তিলাওয়াতের জন্য কেরাত শর্ত। কেরাত ছাড়া তিলাওয়াত নেই। এমন একটি আওয়াজ হতে হবে, যার মাধ্যমে তার জিহ্বা এবং ঠোঁট নড়বে। জিহ্বা এবং ঠোঁট যদি না নড়ে এবং কিছু আওয়াজ যদি শুনতে না পান, তাহলে এটা তিলাওয়াত হবে না। এর জন্য আপনি সওয়াব পাবেন না। তিলাওয়াতের জন্য কেরাত শর্ত। কমপক্ষে নিজেকে শুনতে হবে।