আপনার জিজ্ঞাসা
নারীরা কি স্বামীর সামনে কপালে টিপ দিতে পারবেন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭০৭তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, নারীরা কি স্বামীর সামনে কপালে টিপ দিতে পারবেন? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : নারীরা কি স্বামীর সামনে কপালে টিপ দিতে পারবেন?
উত্তর : কপালে টিপ পরে অতিরিক্ত সৌন্দর্য বাড়ানোর কিছু নেই। কপালে টিপ দেওয়ার বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। এই কাজটি আসলেই কাফেরদের কাজ ছিল কি না, এটা নিয়েই আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। একদল আলেম বলেছেন, টিপ দেওয়ার ব্যাপারটিতে কাফেরদের সঙ্গে সাদৃশ্য রয়েছে। কাফেরদের কাছ থেকে এটি এসেছে। ইসলামের সংস্কৃতির সঙ্গে এটি সাদৃশ্য নয়। তাই তাঁরা বলেছেন, এটি হারাম হবে, টিপ ব্যবহার করা জায়েজ নয়। আরেক দল আলেম বলেছেন, এটি সুস্পষ্টভাবে প্রমাণ হয়নি। তাই বিষয়টি নিয়ে যেহেতু সন্দেহ তৈরি হয়েছে, তাই পরিহার করাই উচিত।