আপনার জিজ্ঞাসা
নামাজে বারবার ভুল হয়ে যায়, কী করব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৬৭২ পর্বে মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, নামাজে বারবার ভুল হলে কী করনীয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমার ছেলে-মেয়ে বড় হয়ে গেছে। অনেক বছর ধরে নামাজ পড়ি আমি। কিন্তু প্রায়ই আমার নামাজে ভুল হয়। কখনো সানা পড়তে ভুল হয় বা সুরায় ভুল হয়। আমার মনে হয়, আল্লাহ বুঝি আমার নামাজ কবুল করেন না। তাই এইরকম হয়। এই ভাবনাটা কি সঠিক?
উত্তর : না কথাটি সঠিক নয়। কারণ মানুষ মাত্রই ভুল। ভুল হওয়া স্বাভাবিক। কারণ মানুষকে তো আল্লাহ একটা নির্দিষ্ট লিমিটেশন দিয়েছেন। এ ছাড়া বয়স হয়েছে। তাই এটা নিয়ে হতাশার কোনো কারণ নেই। নামাজে ভুল হলে নামাজ হচ্ছে না এটা ভাবার কোনো দরকার নেই। আপনার নামাজ হয়ে যাচ্ছে এটা আপনি নিশ্চিত হন। আপনি নিয়মিত সালাত আদায় করে যান। কোনো কারণে আটকে গেলেও সমস্যা নেই। যদি ভুলে যান সুরা তাহলে আরেকটি সুরা পড়েন। সালাতের রুকুগুলো নিয়মিত আদায় করলেই আপনার সালাত হয়ে যাবে। সেটা ভুল হলে আবার পড়ে নেবেন। আল্লাহ আপনার নামাজ কবুল করছেন না এটা ভাবার সুযোগ নেই।