আপনার জিজ্ঞাসা
নামাজের মধ্যে হাসলে কি অজু নষ্ট হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৪৬৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে হৃদয় সরকার নামের একজন জানতে চেয়েছেন, নামাজের মধ্যে হাসলে কি অজু নষ্ট হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : নামাজের মধ্যে হাসলে কি অজু নষ্ট হবে?
উত্তর : এই প্রশ্নটি অনেক প্রচলিত। এটি অনেক আলোচিত বিষয়। সালাতের মধ্যে অট্টহাসি দিলে যেমনি নামাজ ভেঙে যাবে তেমনি অজুও ভেঙে যাবে। তবে এটা অট্টহাসি হতে হবে। যে হাসির আওয়াজ অন্যরাও শুনতে পায়। এ রকম হাসি দিলে অজু ভেঙে যাবে। এ ধরণের অট্টহাসি দেওয়া ইসলামে আদব ও শিষ্ঠাচারের পরিপন্থিমূলক কাজ। এটাতে শিষ্ঠাচার নষ্ট হয়। যদি কেউ সালাতের মধ্যে অনিচ্ছাকৃতভাবে নিজের অজান্তে কোনো কারণে হেসে ফেলে তার সালাত বাতিল হবে না। কারণ মনের অজান্তে হলে এটা তার এখতিয়ারে নেই। তাই অনিচ্ছাকৃত হলে সমস্যা নেই। এতে সালাতও ভাঙবে না অজুও ভাঙবে না। তবে ইচ্ছাকৃতভাবে হাসলে অবশ্যই তার অজু ও সালাত ভঙ্গ হবে।