আপনার জিজ্ঞাসা
দোয়া কুনুত পড়তে ভুলে গেলে সাহু সিজদাহ দিতে হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬২৬তম পর্বে দোয়া কুনুত পড়তে ভুলে গেলে সাহু সিজদাহ দিতে হবে কি না, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : বিতর নামাজে দোয়া কুনুত পড়তে যদি ভুলে যাই সেক্ষেত্রে কি আমাকে সাহু সিজদাহ দিতে হবে নাকি নামাজ হয়ে যাবে?
উত্তর : দোয়া কুনুত পড়তে ভুলে গেলে সিজদাহে সাহু দিতে হবে না। ইচ্ছেকৃতভাবে দোয়া কুনুত না পড়লেও সিজদাহে সাহু দিতে হবে না। কারণ, দোয়া কুনুত পড়াটা সুন্নাহ। দোয়া কুনুত যদি আপনি নাও পড়েন তাহলে বিতরের সালাত হয়ে যাবে। বিতরের সালাত হলো শুধু সালাতকে বেজোড় করা। দুই রাকাত সালাতকে এক রাকাত পড়ে বেজোড় করার নামই হলো বিতর। সুতরাং এর জন্য শর্ত নয় যে দোয়া কুনুত পড়তেই হবে।