আপনার জিজ্ঞাসা
দুই সিজদার মাঝে কিছু না পড়লে কি গুনাহ হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৭২তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে ফাহিম জানতে চেয়েছেন, দুই সিজদার মাঝে কিছু না পড়লে কি গুনাহ হয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : দুই সিজদার মাঝে রাব্বিগ ফিরলি কত বার পড়তে হয়? দুই সিজদার মাঝে কিছু না পড়লে কি গুনাহ হয়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দুই সিজদার মাঝে আপনি রাব্বিগ ফিরলি তিন বার করে পড়তে পারেন। এটা নিয়ে রেওয়াজ আছে তিন বারের ব্যাপারে। তিন বার তাই পড়তে পারেন। দ্বিতীয়ত, দুই সিজদার মাঝখানে ইচ্ছাকৃতভাবে রাব্বিগ ফিরলি না পড়ার নিয়ম নেই। এটা পড়ার নিয়ম। এটাকে অনেকে ওয়াজিব বলেছেন। তাই এগুলো কিতাব থেকে জেনে নেওয়া উচিত। এগুলো বিশাল আলোচনা। এটা নিয়ে অনেক মতামত আছে।