আপনার জিজ্ঞাসা
জুমার নামাজে বাংলা বয়ানে অংশ গ্রহণ করা কি বেদাত?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৭০তম পর্বে জুমার নামাজে বাংলা বয়ানে অংশ গ্রহণ করা বেদাত কি না, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন তামিম। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : আমাদের মসজিদে জুমার নামাজের আগে বেশ কিছুক্ষণ বাংলায় বয়ান দেওয়া হয়। এরপর সুন্নাতের জন্য সময় দেওয়া হয়, তারপর দুটি খুতবা দেওয়া হয়। এই ক্ষেত্রে বয়ানে অংশ গ্রহণ করা কি বেদাত হবে?
উত্তর : হ্যাঁ, এটা বেদাতে অংশগ্রহণ করা হবে। কারণ এই বয়ানটি বেদাত। এই কাজটি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। যারা করছেন তারা বেদাত করছেন, এতে কোনো সন্দেহ নেই।