আপনার জিজ্ঞাসা
জিলহজ মাসের প্রথম ১০ দিন রোজা রাখার ফজিলত কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৪১তম পর্বে জিলহজ মাসের প্রথম ১০ দিন রোজা রাখার ফজিলত কী, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : জিলহজ মাসের প্রথম ১০ দিন রোজা রাখার বিশেষ কোনো ফজিলত আছে কি? ওই ১০ রাতের প্রতিদিনের ইবাদতের জন্য শবেকদরের রাতের মতো সওয়াব দেওয়া হয়?
উত্তর : এ রাতের জন্য আলাদা কোনো ফজিলতের কথা কোনো হাদিসে আসেনি। সাহাবি এবং সাহাবি-পরবর্তীদের অনেকের আমল সাব্যস্ত হয়েছে যে, তাঁরা এ ১০ রাত জেগে নফল সালাত, তাহাজ্জুদ সালাত ও রাতের সালাত আদায় করতেন।
রাসুল (সা.) বলেছেন যে এ ১০ দিন হচ্ছে দুনিয়ার যত দিবস রয়েছে, সবগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দিবস। সুতরাং, এ ১০ দিনে যেকোনো নেক আলম আল্লাহর কাছে জিহাদের চেয়েও গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যে বক্তব্য পেশ করেছেন, সেটি সহিহ সনদে সাব্যস্ত হয়নি।