আপনার জিজ্ঞাসা
জিকির করার আগে ও শেষে দুরুদ পড়তে হয় কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭০৫ তম পর্বে ই-মেইলের মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানতে চেয়েছেন, জিকির করার আগে ও শেষে দুরুদ পড়তে হয় কি না ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : প্রত্যেক ফরজ সালাতের পর জিকির করার আগে ও শেষে দুরুদ পড়তে হয়?
উত্তর : ফরজ সালাতের পর জিকিরের সময় দুরুদ শরিফ পড়া শর্ত নয়। এ সময় দুরুদ পড়া বাধ্যতামূলক নয়। দ্বিতীয়ত, দুরুদ পড়াও একটি জিকির। যে ব্যক্তি একবার দুরুদ পড়েন, আল্লাহতায়ালা তাঁকে ১০টি নেকি দিয়ে থাকেন। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কেউ যদি এ জন্য পড়েন, তাহলে তিনি এর জন্য সওয়াব পাবেন। তাঁর এই আমলটিও অনেক গুরুত্বপূর্ণ। এটা নিয়ে সন্দেহ নেই।