আপনার জিজ্ঞাসা
জায়নামাজের দোয়া করা কি বেদাত?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৬১৫তম পর্বে জায়নামাজের দোয়া করা বেদাত কি না, সে বিষয়ে ই-মেইলে জানতে চেয়েছেন মোহাম্মদ তাওহিদ। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : জায়নামাজের দোয়া করা কি বেদাত?
উত্তর : জায়নামাজের দোয়া নামে কোনো দোয়া রাসুল (সা.)-এর কাছে থেকে সাব্যস্ত হয়নি। জায়নামাজ হলো, নামাজের জায়গা। এর জন্য রাসুল (সা.) কোনো দোয়া শিক্ষা দেননি। সালাতের পদ্ধতি হচ্ছে, তাকবিরে তাহরিমার মধ্যে সালাতে প্রবেশ করা। নবী করিম (সা.) থেকে সালাতের আগে আলাদা কোনো দোয়া সাব্যস্ত হয়নি। যে দোয়া রাসুল (সা.) থেকে সাব্যস্ত হয়েছে সেটা হচ্ছে, সালাতের শুরুর দোয়া। একাধিক দোয়া রাসুল (সা.) সালাতের শুরুতে করেছেন। সেটাকে কেউ কেউ সানাও বলেছেন। জায়নামাজের দোয়া বলতে কোনো দোয়া নেই। রাসুল (সা.) আমাদের নামাজ শুরুর একাধিক দোয়া শিক্ষা দিয়েছেন।