আপনার জিজ্ঞাসা
জামাতে নামাজ আদায়ের সময় এক রাকাত ছুটে গেলে কী করব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৭১৩তম পর্বে টেলিফোনের মাধ্যমে নওগাঁ থেকে রনি জানতে চেয়েছেন, জামাতে নামাজ আদায় করার সময় এক রাকাত ছুটে গেলে কী করব? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : জামাতে নামাজ আদায় করার সময় দুই-এক রাকাত ছুটে গেলে কী করব? ঈমাম একদিকে সালাম ফেরানোর পর দাঁড়িয়ে বাকি সালাত পরব, নাকি দুই দিকে সালাম ফেরানোর পর বাকি নামাজ শেষ করব?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সালামের নিয়ম হলো দুই দিকে ফেরানো। দুই দিকে সালাম ফেরানো হচ্ছে প্রকৃত সালাম। হাদিস অনুযায়ী, সালাত থেকে বের হওয়ার পদ্ধতি হলো সালাম। সালাত থেকে বের হতে হালাল হওয়ার পদ্ধতি এটি। এর জন্য শুধু একদিকে সালাম ফেরালে হবে না। দুই দিকে সালাম ফেরানোর পর আপনার বাকি নামাজ শেষ করবেন। ঈমাম এক সালাম ফেরাবেন তখন আপনারা সালাম ফেরাবেন না। ঈমাম যখন দুই দিকে সালাম ফেরাবেন তখনই আপনি ফেরাবেন। এরপর বাকি নামাজ শেষ করবেন। মানে ঈমাম দুই দিকে সালাম ফেরানোর পরই আপনি বাকি নামাজ শেষ করবেন।