আপনার জিজ্ঞাসা
জানাজার সালাতে বাংলায় দোয়া করা যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৪৫০তম পর্বে জানাজার সালাতে বাংলায় দোয়া করা যাবে কি না, সে বিষয়ে মেইলে জানতে চেয়েছেন মোহাম্মদ সোয়েব আবীল। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : জানাজার সালাতে তৃতীয় তাকবিরের পর বাংলায় দোয়া করা যাবে কি?
উত্তর : রাসুল (সা.) যে দোয়া করেছেন, সেগুলো জানা না থাকলে আপনি বাংলায় দোয়া করবেন। তবে উত্তম হচ্ছে নবী (সা.) জানাজার সালাতের মধ্যে যে দোয়া করেছেন, সেগুলো করা। রাসুল (সা.) এই ক্ষেত্রে বলেননি যে, তোমরা যা খুশি তাই দোয়া করো। রাসুল (সা.) যে দোয়া করেছেন সেগুলো সাহাবা কেরাম বর্ণনা করেছেন। রাসুল (সা.)-এর দোয়ার মধ্যে ভিন্নতা আসেনি, তিনি এক ধরনের দোয়া করেছেন। যেহেতু রাসুল (সা.) জিকিরের স্থলে এই দোয়া উল্লেখ করেছেন। এই দোয়া এবং জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো যদি আপনার জানা থাকে, তাহলে উত্তম হচ্ছে সেগুলো বলা। কিন্তু দোয়াগুলো জানা না থাকলে আপনি বাংলায় দোয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি অন্য কোনো দোয়াও করতে পারবেন। তবে আল্লাহর নবী (সা.) জানাজার সালাতে একই ধরনের দোয়া করতেন। কারণ, রাসুল (সা.) এই দোয়াগুলোকে নির্ধারণ করে দিয়েছেন। এই নির্দিষ্ট করা যেখানে রয়েছে সেখানে এই দোয়া করাই হলো বিধান।