আপনার জিজ্ঞাসা
জানাজার নিয়ম কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৬১১তম পর্বে জানাজার নিয়ম কী, সে বিষয়ে বনশ্রী থেকে ই-মেইলে জানতে চেয়েছেন আমজাদ হোসেন। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : শুরু থেকে জানাজার দোয়াগুলো কখন, কীভাবে, কোনটি পড়তে হয় এবং জানাজার নিয়ম কী বলবেন?
উত্তর : জানাজার মধ্যে চারটি তাকবীর দিতে হয়। প্রথম তাকবিরের পর আল্লাহু আকবার বলে তাকবির দিয়ে সুরা ফাতেহা পড়বেন। দ্বিতীয় তাকবিরের পরে দরুদে ইব্রাহিম পড়বেন। তৃতীয় তাকবিরের পরে মৃতব্যক্তির জন্য দোয়া করবেন। যে কোনো ধরনের দোয়া করা জায়েজ আছে। তাকবিরের পরে ডান দিকে সালাম ফেরাবেন। তবে একদল আলেম বলেছেন, ডান এবং বাম দুই দিকে সালাম ফেরাবেন। অর্থাৎ যদি কেউ দুই দিকেই সালাম ফেরান তাহলে এটাও জায়েজ।