আপনার জিজ্ঞাসা
জাকাত ও ফিতরা আদায়ের উত্তম নিয়ম কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিáশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৬৭৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, জাকাত ও ফিতরা আদায়ের উত্তম নিয়ম কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : জাকাত ও ফিতরা কি একই জিনিস? আদায় করার নিয়ম কি এক? আলাদা হলে কীভাবে উত্তম নিয়মে আদায় করতে হবে?
উত্তর: জাকাত ও ফিতরা দুটির মধ্যে পার্থক্য রয়েছে। জাকাত ফরজ হবে সম্পদের উপর আর ফিতরা ফরজ হবে ব্যাক্তির উপর। সম্পদ নেসাব পরিমাণ থাকলে জাকাত ফরজ হবে। অন্যদিকে শুধু ঈদের দিনে যদি আপনার কাছে অতিরিক্ত দেওয়ার অর্থ থাকে সেটা হলো ফিতরা। দুটোর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। ফিতরা অনেকটা কাফফারার মতো। আর যাকাত হলো, সম্পদের ইবাদত। জাকাতের জন্য খাত সুনির্দিষ্ট। কাকে কাকে দেওয়া যাবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আর ফিতরা হলো শুধু ফকির-মিসকিনের জন্য। শাওয়াল মাসের চাঁদ ওঠা থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে ফিতরা আদায় করতে হবে। ফলে এটা প্রমাণিত হয় ফিতরা হলো অল্প সময়ের জন্য সুনির্দিষ্ট ইবাদত। আর যাকাতের জন্য পুরো বছরের হিসেব থাকতে হয়। আপনার সম্পদের এক বছর পূর্ণ হলেই কেবল দিতে হবে। আর যাকাত দিতে হবে, সম্পদের পরিমাণ হিসেব করে। মোট সম্পদের ৪০ ভাগের এক ভাগ। অন্যদিকে ফিতরা হলো নির্দিষ্ট। আর সর্বনিন্ম হলো দুই কেজি ৪০ গ্রাম। এর উপরে দিলেও আদায় হবে।