আপনার জিজ্ঞাসা
জন্মের সাত দিনের মাথায় বাচ্চা মারা গেলে তার নাম রাখা বা আকিকা করতে হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৪৯৪তম পর্বে জন্মের সাত দিনের মাথায় বাচ্চা মারা গেলে তার নাম রাখা বা আকিকা করতে হবে কি না, সে বিষয়ে ঢাকা থেকে মেইলে জানতে চেয়েছেন মোহাম্মদ নাসির হায়দার। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : আমার ছোট বোন জন্মের সাত দিনের মাথায় ইন্তেকাল করে। তার নাম রাখা বা আকিকা করার ব্যাপারে আমার মা স্পষ্ট কিছু জানেন না। এমন অবস্থায় আমার ছোট বোনের নাম রাখতে বা আকিকা করতে হবে কি?
উত্তর : নাম রাখা এবং আকিকা করা দুটোই বিধান ছিল। যেহেতু তার মৃত্যু হয়েছে, সেহেতু তার নাম রাখা বা আকিকা করার কোনো প্রয়োজন নেই। মৃত্যুর সময় বা তাকে দাফনের আগে তার নাম রাখা উত্তম ছিল। রাসুল (সা.) বলেছেন, আকিকা করা হবে সপ্তম দিনে। যেহেতু সপ্তম দিন পর্যন্ত সে জীবিত থাকেনি, সেহেতু তার জন্য যদি আকিকা করা না হয়ে থাকে বা নাম না রাখা না হয়ে থাকে, এতে কোনো অসিুবিধা নেই।