আপনার জিজ্ঞাসা
ঘুমানোর আগের সুন্নাহগুলো কী কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৮৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে মিজান জানতে চেয়েছেন, ঘুমানোর আগে কী কী সুন্নাহ পালন করতে হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ঘুমানোর আগের সুন্নাহগুলো কী কী?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটি একটি বিশদ আলোচনা। ঘুমানোর আগে অনেকগুলো সুন্নাহ রয়েছে। তবে সবার আগে যেটা, সেটা হলো, ঘুমানোর আগে অজু করে নেবেন। ঘুমের আগে দোয়া করতে হয়। আল্লাহ ঘুমাতে যাওয়ার আগে নির্দিষ্ট দোয়া দিয়েছেন। সে দোয়াগুলো বই দেখে শিখে নেওয়ার চেষ্টা করবেন। এ ছাড়া দোয়া-কালাম পড়তে পারেন। ঘুমানোর আগে সুন্নাহ নিয়ে অনেক বড় আলোচনা। তবুও অজু করা এবং ঘুমাতে যাওয়ার দোয়া পড়ে নেবেন—এ দুটি গুরুত্বপূর্ণ কাজ।