আপনার জিজ্ঞাসা
ঘরে ও মসজিদের জামাতের সওয়াব কি একই?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৪৯তম পর্বে ঘরে ও মসজিদের জামাতের সওয়াব একই কি না, সে বিষয়ে পাবনা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন মোহাম্মদ রেজাউর রহমান। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : আমরা জানি, জামাতে নামাজ আদায় করা ওয়াজিব। এ ক্ষেত্রে মসজিদে গিয়েই কি নামাজ আদায় করতে হবে, নাকি বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বা পরিবার নিয়ে অথবা কোনো দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে বা অন্য কোথাও কয়েকজন মিলে জামাত করলে জামাতের শর্ত পূরণ হবে। জামাতের শর্ত কি এটাই, মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করতে হবে?
উত্তর : জামাতে সালাত আদায় করা ওয়াজিব, এ বক্তব্য সঠিক। তবে জামাত মসজিদ ছাড়া হয় না, এই মর্মে রাসুল (সা.)-এর অনেক হাদিস সাব্যস্ত হয়েছে। হাদিসে এসেছে, যেখানে আজান হয়, সেখানে গিয়ে সালাত আদায় করবে। যাঁরা সুস্থ এবং মসজিদে আসতে কোনো ধরনের অসুবিধা নেই, তাঁরা মসজিদে জামাতে সালাত আদায় করবেন, এটাই বিধান।
যদি কোনো ওজর দেখা দেয়, যে ওজর ইসলামী শরিয়ত অনুমোদন দেয়, তাহলে তিনি ঘরে, দোকানে, বাজারে বা অন্য কোথাও লোকদের সঙ্গে জামাতে সালাত আদায় করতে পারবেন। তবে এটি কমন অনুমোদন নয়।