আপনার জিজ্ঞাসা
গোপনে বিয়ে করা কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৬৫৭তম পর্বে মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, গোপনে বিয়ে করা জায়েজ কি না? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : সম্পর্ক বৈধ করার জন্য গোপনে বিয়ে করা যাবে কি? যেমন—এখন নিজেরা বিয়ে করে, পরে পরিবারের সম্মতিতে আবার বিয়ে করলে জায়েজ হবে কি?
উত্তর : এই বিয়ের ক্ষেত্রে প্রথম কথা হলো, অবশ্যই এই বিয়েতে মেয়ের অভিভাবকের সম্মতি থাকতে হবে। বিয়ে একটি সামাজিক বিষয়। বিয়ে কোনো খেলনা নয়। বিয়ের সামাজিক গুরুত্ব রয়েছে। সে ক্ষেত্রে অবশ্যই অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে হবে না। যদি গোপনে বিয়ে করেন সেটা হারাম হবে, বৈধ হবে না। এই ধরনের বিয়ের কোনো বৈধতা ইসলামে নেই। গোপন বিয়ে হারাম। এটা পরবর্তী সময়ে পরিবারকে সঙ্গে নিয়ে করার কিছুই থাকবে না। তাই এভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে ভাবতে হবে। যদি আপনার সমস্যা থাকে, তাহলে আপনি পরিবারকে বোঝান। বুঝিয়ে-শুনিয়ে পরিবার নিয়ে করেন। গোপনে বিয়ে করা এখন সামাজিক ব্যাধি হিসেবে রূপ নিয়েছে। এ ক্ষেত্রে মেয়েরা প্রতারিত হচ্ছে। প্রতিনিয়তই এ ধরনের প্রতারণার শিকার হচ্ছে আমাদের সমাজের অনেক মেয়ে।