আপনার জিজ্ঞাসা
কুরবানির গোশত বন্টন করার উত্তম পদ্ধতি কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৬৮০তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, কুরবানির গোশত বন্টন করার উত্তম উপায় কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমার প্রশ্ন হলো, কুরবানির গোশত বন্টন করার উত্তম পদ্ধতি কি?
উত্তর : ভালো প্রশ্ন করেছেন। কুরবানির গোশত বন্টনের জন্য রাসুল (সা.)- যা করতেন সেটা হলো, কুরবানির গোশতকে তিনি তিনভাগে ভাগ করতেন। একভাগ গরিবদের দিতেন, আরেকভাগ আত্মীয়-স্বজনদের মধ্যে দিতেন ও হাদিয়া দিতেন আর একভাগ নিজেদের জন্য রাখতেন। সেই থেকে বলা যায়, কুরবানির গোশত বন্টনের ক্ষেত্রে তিনভাগ করা উত্তম। তবে এটি শর্ত নয়। একেবারে তিনভাগ সমান হতে হবে এমন কথা নেই। ফকির বেশি হলে সেই ভাগ বেশি হতে পারে। আত্মীয় বেশি হলে ওই ভাগও বেশি হতে পারে। আবার কম হলে ওই ভাগ কম হতে পারে। আবার পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে ওই ভাগও বড় হতে পারে, আবার কমও হতে পারে। চাহিদা অনুযায়ী হবে ভাগ। ভাগের জন্য একদম শর্ত নেই। এইগুলো রাসুল (সা.) এর সুন্নাহ বা আদর্শ হবে। তিনভাগ করা উত্তম এটা নিয়ে সন্দেহ নেই। আবার কেউ যদি নিজেদের জন্য রেখে দেন তাতে যে কুরবানি হবে না এই কথা ঠিক নয়। তবে এমনটা করলে, কুরবানির মর্যাদা থাকে না। কারণ কুরবানি আপনি আল্লাহর জন্য করেছেন তাহলে সেইভাবে ছেড়ে দেওয়া উচিত।