আপনার জিজ্ঞাসা
কিসাসের বিধান কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৬২১তম পর্বে কিসাসের বিধান কী, সে বিষয়ে চাঁদপুর থেকে চিঠির মাধ্যমে জানতে চেয়েছেন শহিদুর ইসলাম। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : কিসাসের বিধান কী? আল্লাহ আমাদের কিসাস করতে বলেছেন, কিন্তু কেন আমরা তা করছি না?
উত্তর : কিসাসের একাধিক অর্থ রয়েছে। কোনো নিদর্শনের অনুসরণ করা, শাস্তি, সমতা। এ তিনটি অর্থই কিসাসের মধ্যে পাওয়া যায়। কিসাস গ্রহণকারী কিসাস গ্রহণ করে অপরাধীর অনুসরণ করবে। এর মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয় এবং সে শাস্তি তার কৃত অপরাধের সমান হয়। আমরা অনেকে আল্লাহর বিধান অনুসরণ করছি না। এটা আমাদের ইমানের দুর্বলতা, এটা আমাদের আমলের দুর্বলতা। কোনো সন্দেহ নেই, যদি আমরা ইমান ও আমলকে সমৃদ্ধ করতে পারি, তাহলে আমরা অবশ্যই আল্লাহর বিধানের কাছে প্রত্যাবর্তন করতে পারব।