আপনার জিজ্ঞাসা
কাবিনের টাকা মাফ চাইলে কি মাফ হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম শাইখ আহমাদুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬২১তম পর্বে কাবিনের টাকা মাফ চাইলে মাফ হয় কি না, সে বিষয়ে গাজীপুর থেকে টেলিফোনে জানতে চেয়েছেন আবদুর রহিম। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : আমার বিয়ের কাবিন দুই লাখ টাকা ধরা হয়েছে। এত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এখন আমি আমার স্ত্রীকে কিছু টাকা দিয়ে বাকি টাকা যদি মাফ করে দিতে বলি, তাহলে এটা কতটা শরিয়তসম্মত হবে?
উত্তর : আমাদের সমাজে কাবিনের বিষয়টি এখন আমরা মর্যাদার ইস্যু মনে করি। অথচ এটা স্ত্রীর অধিকার। আপনি এই অধিকার আদায় না করলে স্বামী হিসেবে স্ত্রীর এই প্রাপ্য আপনাকে পরিশোধ করে কিয়ামতের দিন সামনে এগিয়ে যেতে হবে। এখন দশ, বিশ বা পঞ্চাশ লাখের যে ফিগার আমরা নির্ধারণ করছি, এটা সাধ্যের বাইরে করছি এবং তা আদায় করছি না। আবার এই কাবিন ধার্য করার পেছনে একটা অসৎ উদ্দেশ্য থাকে যে আমরা মনে করি, যদি বিয়ে ভেঙে যায়, তাহলে আটকানো যাবে। এই যে শুরুতে ভাঙা চিন্তা, এটা নেতিবাচক চিন্তা। এর ফল কখনো ভালো হয় না।
আল্লাহ কোরআনে বলেছেন, স্ত্রীরা যদি সন্তুষ্টচিত্তে তোমাদের কোনো কিছু ছাড় দিয়ে দেন, তাহলে সেটা তোমাদের জন্য বৈধ। অতএব, স্ত্রী যদি সন্তুষ্টিচিত্তে দুই লাখ থেকে কিছু ছাড় দিয়ে দেন, তাহলে তার জন্য এটা জায়েজ হবে। কিন্তু খেয়াল রাখতে হবে, স্ত্রী যে তার কথায় বাধ্য হয়ে এমনটি করলেন, তা না হয়। খুশিমনে আপনার আচরণে সন্তুষ্ট হয়ে অন্তর থেকে যদি তিনি মাফ করে দেন, তাহলে তার জন্য এটা জায়েজ হবে।