আপনার জিজ্ঞাসা
কাউকে খুশি করার জন্য উপহার দেওয়া কি রিয়া হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৪২তম পর্বে কাউকে খুশি করার জন্য উপহার দেওয়া কি রিয়া হবে, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন মিশু। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : কাউকে খুশি করার জন্য উপহার দেওয়া কি রিয়া হবে?
উত্তর : এটা রিয়া হবে না। মানুষকে খুশি করানো একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসুল (সা.) বলেছেন, এটা সদকা। এর মধ্যে সদকার ফজিলত আছে। রিয়া হচ্ছে অন্যদের প্রদর্শন করার জন্য। রাসুল (সা.) একটি হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তিকে খুশি করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজের মধ্যে একটি। আল্লাহ যখন দেখেন, তাঁর বান্দা খুশি হয়েছে, এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ।