আপনার জিজ্ঞাসা
কদমবুসি করা কি শিরক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০তম পর্বে কদমবুসি করা শিরক কি না, সে বিষয়ে ঢাকা থেকে ই-মেইলে জানতে চেয়েছেন শাহারুখ হোসেন তন্ময়। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : কদমবুসি করা কি শিরক?
উত্তর : কদমবুসি করা শিরক নয়, তবে যদি মনে করা হয় যে, এটা ইবাদতের জন্য করা হচ্ছে, তাহলে শিরকের পর্যায়ে যাবে। কিন্তু যদি এটা কোনো প্রচলনের জন্য করা হয়ে থাকে, তাহলে সেটা হারাম হবে। এ ক্ষেত্রে এটা শিরক হবে না, কিন্তু এটা নিষিদ্ধ কাজ হবে। এটা ইসলামি পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ইসলামে সালামের পদ্ধতি রয়েছে এবং সেখানে সওয়াবও আছে।