আপনার জিজ্ঞাসা
এশার ও আসরের আগে চার রাকাত সুন্নত মাঝে মাঝে ছেড়ে দিতে হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৫২৯তম পর্বে এশার ও আসরের আগে চার রাকাত সুন্নত ইচ্ছে করে মাঝেমধ্যে ছেড়ে দিতে হয় কি না, সে বিষয়ে ই-মেইলে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : এশার আগে চার রাকাত সুন্নত এবং আসরের আগে চার রাকাত সুন্নত ইচ্ছে করেই কি মাঝেমধ্যে ছেড়ে দিতে হয়? সেটা সপ্তাহে বা মাসে কতবার?
উত্তর : এই ধরনের ব্যাপারে সপ্তাহে বা মাসের কোনো বক্তব্য নেই। এশার আগে চার রাকাত সুন্নত এবং আসরের আগে চার রাকাত সুন্নত কেউ নিয়মিত পড়তে পারেন বা মাঝেমধ্যে ছেড়ে দিতেও পারেন। নবী করিম (সা.) এবং সাহাবায়ে কেরামরা এটি নিয়মিত পড়তেন না। সুতরাং, নিয়মিত না পড়াটাই হচ্ছে সুন্নাহ।