আপনার জিজ্ঞাসা
ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৪০২তম পর্বে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা জায়েজ কি না, সে বিষয়ে চট্টগ্রাম থেকে মেইলে জানতে চেয়েছেন মোহাম্মদ রাসেল মিঞা। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা ইসলামে জায়েজ আছে কি?
উত্তর : ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করার আগে জেনে নেবেন যে কীসের ভিত্তিতে আপনি এটি করছেন। যে ভিত্তিতে আপনি ফিক্সড ডিপোজিট করছেন, সে ভিত্তি যদি স্পষ্ট হয় এবং তারা এটি স্পষ্ট করে দেবে যে এটি শরিয়াহ ভিত্তি কীভাবে হচ্ছে, সে ক্ষেত্রে আপনি ফিক্সড ডিপোজিট করতে পারেন। এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে স্পষ্ট করতে হবে যে কীসের ভিত্তিতে আপনি ফিক্সড ডিপোজিট করছেন। এটা কি সুদের ভিত্তিতে নাকি অন্য কোনো ভিত্তি আছে। ইসলামী ব্যাংকিং সিস্টেমে মূলত সুদের কোনো ভিত্তি নেই। এ ব্যাপারে তাদের সঙ্গে আলাপ করে জেনে নেওয়ার চেষ্টা করুন।