আপনার জিজ্ঞাসা
ইসলামি বিধান অনুযায়ী কত বছর মায়েরা শিশুদের দুধ পান করাবেন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম শাইখ আহমাদুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৭০৪তম পর্বে টেলিফোনেত মাধ্যমে শরিয়তপুর থেকে মোজাম্মেল হক জানতে চেয়েছেন, ইসলামের রীতি অনুযায়ী, বাচ্চাদের কত বছর মায়ের দুধ খাওয়ানো যায়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ইসলামের রীতি অনুযায়ী বাচ্চাদের কত বছর মায়ের দুধ খাওয়ানো যায়? আমরা জানি—দুই বছর খাওয়ানো যায়, এখন এরপর যদি বাচ্চার দুধ ছাড়ানো না যায়, তাহলে কি গুনাহ হবে?
উত্তর: খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কোরআনে আল্লাহ বলেছেন, শিশুর জন্মের পর মা পূর্ণ দুই বছর দুধ পান করাবেন। সুতরাং মায়েরা দুই বছর দুধ পান করাবেন—এটি প্রমাণিত। আল্লাহ আরও বলেছেন—এ দুই বছর হলো পুরো সময়সীমা। এখন এটাই মেয়াদ। এ দুই বছর মায়েরা শিশুদের দুধ পান করাবেন। এটাই পূর্ণতা। এটা থেকে বোঝা যায়—দুই বছরই দুধ পান করানোর নিয়ম। তবে কিছু আলেমের মতে, যদি দুই বছরের পর কেউ দুধ পান করান, তাহলে সেটি হারাম হবে না। সে ক্ষেত্রে তিনি গুনাহগার হবেন না।