ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত চলছে

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত চলছে। ছবি রয়টার্স
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত চলছে। মোনাজাত পরিচালনা করছেন মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভি।
আজ রোববার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটে মোনাজাত শুরু হয়েছে।
এদিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে বাসে, রিকশায়, ভ্যানে চড়ে কিংবা পায়ে হেঁটে মোনাজাতে অংশ নিতে ইজতেমার উদ্দেশ্যে যেতে দেখা যায় মুসল্লিদের।